Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

f

ভবিষ্যৎ পরিকল্পনা :

বিভিন্ন সংস্থায় কর্মরত কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, সম্প্রসারণ কর্মী ও কৃষকদের কৃষিতে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার/বিষয়ক ২০০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে বাজেট প্রাপ্তি সাপেক্ষে। কৃষিবিষয়ক চলচিত্র/ভিডিও ডকুমেন্টারী/নাটক/টিভি ফিলার বিভিন্ন জনসমগম স্থান অথবা উপজেলা কৃষি অফিস কর্তৃক চাহিদা মাফিক ১০০ টি স্থানে সিনেমা শো প্রদর্শনের ব্যবস্থা গ্রহন করা হবে। কৃষি তথ্য সার্ভিসের সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাসের মাধ্যমে জনবল ও সম্পদ বাড়ানোর উদ্যোগ নেয়া হবে। 

* কৃষি কথা পত্রিকার গ্রাহকভুক্তকরণে ৫০০০ হাজার জন কৃষককে উদ্বুদ্ধকরণে প্রচেষ্টা নেওয়া হবে।

* সফল কৃষক এবং কৃষাণীর সাক্ষাৎকার গ্রহন ও প্রচারের ব্যবস্থা নেওয়া হবে। 

* বিভিন্ন সভা সেমিনার কৃষি মেলায় যোগদান, সংবাদ সংগ্রহ ও প্রচারের ব্যবস্থা করা।

 * তাৎক্ষণিক কৃষি সম্পর্কিত জরুরি বার্তা /বিজ্ঞপ্তি তৈরি পূর্বক প্রচারের ব্যবস্থা করা।

 * বৃক্ষ রোপন কর্মসূচিসহ জাতীয় কৃষি কর্মসুচিতে অংশগ্রহন ও কৃষকদের এই কর্মসুচিতে উদ্বদ্ধ করে উৎসাহিত করণ।

 * কৃষি কল সেন্টার (১৬১২৩ )এর মাধ্যমে কৃষি , মৎস্য ও প্রাণীসম্পদ বিষয়ে তথ্য পেতে ১০,০০০ জন কৃষককে উদ্বদ্ধ করণে ভূমিকা নেওয়া।

* প্রতিদিন (বিটিভি) সকাল ৭.৪৫ মিনিট বাংলার কৃষি ও বৃহস্পতিবার  থেকে শনিবার সন্ধ্যা ৬.২০ মিনিটে মাটি ও মানুষ অনুষ্ঠানের মাধ্যমে কৃষি তথ্য প্রযুক্তি পেতে দেখার জন্য কৃষককে উদ্বদ্ধকরণ।