Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped


প্রশিক্ষণের বিস্তারিত:

কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয় পাবনার আইসিটি কম্পিউটার ল্যাবে বিভিন্ন সময়ে অনুষ্ঠিত কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের সভাপতি , সম্পাদক ও এআইসিসি সদস্যেদের ই-কৃষি/কৃষিতে তথ্য প্রযুক্তির ব্যবহার/আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়ে থাকে। এছাড়াও অত্র অঞ্চলের আওতাধীন ০৪ টি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা পর্যায়ের এআইসিসি উপসহকারী কৃষি কর্মকর্তাদের ই-কৃষি/কৃষিতে তথ্য প্রযুক্তির ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়ে থাকে । ২০২৩-২৪ অর্বছরে নিম্নে বর্ণিত দিবস সমূহে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

১. কৃষি তথ্য বিস্তারে এআইসিসি সদস্যেদের “আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার” বিষয়ক ০২ দিনের কৃষক প্রষিক্ষণ, প্রশিক্ষণার্থীর সংখ্যা-৩০ জন। স্থান- প্রশিক্ষণ হল, হর্টিকালচার সেন্টার, বনানী, বগুড়া।

২. কৃষি তথ্য বিস্তারে  “আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার” বিষয়ক ০২ দিনের কৃষক প্রষিক্ষণ,প্রশিক্ষণার্থীর সংখ্যা-৩০ জন। স্থান- কম্পিউটার ল্যাব, কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, পাবনা।

৩. “বিদ্যমান কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রসমূহ (এআইসিসি) শক্তিশালীকরণের মাধ্যমে ই-কৃষি বিস্তার শীর্ষক কর্মসূচি” এর আওতায় কৃষি তথ্য বিস্তারে এআইসিসি সদস্যেদের “ই-কৃষি বিষয়ক” ০১ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ, প্রশিক্ষণার্থীর সংখ্যা-৩০ জন। স্থান- প্রশিক্ষণ হল, কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, পাবনা।

৪.“বিদ্যমান কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রসমূহ (এআইসিসি) শক্তিশালীকরণের মাধ্যমে ই-কৃষি বিস্তার শীর্ষক কর্মসূচি” এর আওতায় কৃষি তথ্য বিস্তারে এআইসিসি সদস্যেদের “ই-কৃষি বিষয়ক” ০১ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ, প্রশিক্ষণার্থীর সংখ্যা-৩০ জন। স্থান- প্রশিক্ষণ হল, কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, পাবনা।


উঠান বৈঠক:

“বিদ্যমান কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রসমূহ(এআইসিসি) শক্তিশালীকরণের মাধ্যমে ই-কৃষি বিস্তার শীর্ষক কর্মসূচি” এর আওতায় ২০২৩-২৪ অর্বছরে কৃষি তথ্য সার্ভিস পাবনা অঞ্চলের ৪ টি জেলার ১৫ টি উপজেলার এআইসিসি সংশ্লিষ্ট কৃষকদের নিয়ে  “উঠান বৈঠক” করা হয়েছে ১৫ টি।