সাম্প্রতিক উল্লেখযোগ্য কর্মকান্ডঃ
ক. প্রিন্ট মিডিয়া কার্যক্রম:
১. ২০২১ এবং২০২৪ সালের কৃষি ডাইরি যথাসম্ভব নির্ভুলভাবে ও সময়মত প্রকাশে বিতরণে সহায়তাকরণ;
২. কৃষি বিষয়ক সমসমায়িক গুরুত্বপূর্ণ বিষয়াদি (প্রাকৃতিক দুর্যোগ, ফলন বিষয়ক প্রযুক্তি ইত্যাদি) জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ;
৩. কৃষিকথা প্রায় ৪০০০ কপি (প্রায়) ও সম্প্রসারণ বার্তা প্রায় ১০০০ হাজার কপি বছরব্যাপী সময়মত বিতরণে ব্যবস্থা করা ।
৪. কৃষি বিষয়ক প্রায় ৩০০০০ কপি লিফলেট, পোস্টার, বুকলেট ইত্যাদি প্রকাশ ও বিতরণ করা।
খ. ইলেকট্রনিক মিডিয়া কার্যক্রম:
১. জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন কৃষি সংক্রান্ত মাঠ দিবস (ফলদ বৃক্ষরোপণ পক্ষ, বিশ্ব খাদ্য দিবস ইত্যাদি) উপলক্ষে ভিডিও চিত্র ধারণ ও মিডিয়াতে সম্প্রচার করা;
২. বাংলাদেশ টেলিভিশনে কৃষি বিষয়ক “মাটি ও মানুষ” এবং প্রতিদিন সকাল ৭.৪৫ মিনিটে প্রচারিত “বাংলার কৃষি” অনুষ্ঠান নির্মাণে প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদান করে আসছে।
৩. কৃষি বিষয়ক প্রযুক্তি নির্ভর বিভিন্ন ডক্যুমেন্টারি নির্মাণ ও প্রদর্শন;
গ. আইসিটি কার্যক্রম:
১. কৃষি তথ্য সার্ভিসের ওয়েবসাইট (www.ais.gov.bd) হালনাগাদকরণে তথ্য প্রদান;
২. অত্র অঞ্চলের আওতাধীন ৪টি জেলার প্রতিটি উপজেলায় ৩৫ টি কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র( এআইসিসি) স্থাপিত হয়েছে;
৪. বিভিন্ন ধরনের তথ্যের চাহিদা পূরণের জন্য ১টি আইসিটি ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে, এতে কৃষিতে তথ্য প্রযুক্তি ব্যাবহার বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
5. ফেসবুকের (ais pabna )মাধ্যমে কৃষি তথ্য প্রদান।
এছাড়াও কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের কর্মকান্ড বিস্তারের লক্ষ্যে পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট মোট ৪ টি জেলার কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র (এআইসিসি) নিয়মিত পরিদর্শন, উঠান বৈঠক, মান উন্নয়নে পরামর্শ এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হচ্ছে ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS