সিরাজগঞ্জে USAID এর Feed the Future Bangladesh Policy Link Agricultural Policy Activity প্রোগ্রাম এবং বিএসএ এর আওতায় জাতীয় বীজ নীতির সংবেদনশীলতা (Sensitization) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। হর্টিকালচার সেন্টার খোকসাবাড়ি, সিরাজগঞ্জ এর প্রশিক্ষণ হলে ১০ জুলাই ২০২৪ দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া অঞ্চল, বগুড়া'র অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সরকার শফি উদ্দীন আহমদ। গুনগত মানসম্পন্ন বীজ শতকরা ২০ ভাগ পর্যন্ত ফলন বাড়াতে পারে। কর্মশালায় প্রধান অতিথি এমনটাই অবহিত করেন সকলকে। তিনি তার বক্তব্যে আরো বলেন, মানসম্পন্ন বীজ উৎপাদন, ব্যবহার বৃদ্ধি ও বীজের গুণগত মান রক্ষায় বীজ ডিলার এবং ব্যবসায়ীদের সচেষ্ট থাকতে উৎসাহিত করতে হবে। জাতীয় বীজ নীতি, বীজ আইন ও বীজ বিধিমালা বিষয়ে কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তা, বীজ ডিলার এবং ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। বীজ উৎপাদন থেকে শুরু করে বীজতলায় বপনের আগ পর্যন্ত প্রতিটি ধাপের প্রযুক্তি অনুসরণ করতে হবে। বীজের গুনগত মাননিয়ন্ত্রন এবং নকল, ভেজাল ও নিম্নমানের বীজ বিপণন বন্ধে নিয়মিত বাজার মনিটরিং জোরদার করতে হবে। প্রয়োজনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দোষীদের বিধি মোতাবেক আইনের আওতায় আনতে হবে।
কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সীড এসোসিয়েশন(বিএসএ) এর নির্বাহী পরিচালক ড. মোঃ আব্দুর রাজ্জাক। কর্মশালায় বিএসএ এর পরিচিতি ও বীজ শিল্পের বিকাশে বিএসএ এর ভুমিকা; বীজ সম্পর্কিত অধ্যাদেশ, আইন, বিধি, নীতিমালা, নির্দেশিকা; বীজ ব্যবসার প্রসার ও প্রজননবিদের অধিকার এবং বীজের গুনগত মান ব্যবস্থাপনার উপর ভিন্ন ভিন্ন পাওয়ার পয়েন্ট উপস্থাপন করা হয়। কর্মশালায় দেশের বীজ শিল্পে বিনিয়োগ সুবিধা তৈরী, বিতশিত ও রপ্তানিমুখী করার গুরুত্ব পায়।
মোঃ হাসেম আলী আকাশ, সিনিয়র ম্যানেজার, এগ্রিকালচার পলিসি এক্টিভিটি এর সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন কৃষিবিদ মোঃ রিফাতুল হোসাইন, অতিরিক্ত পরিচালক(অব.) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর; কৃষিবিদ মোঃ শামসুদ্দিন মিয়া, আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার, রাজশাহী; কৃষিবিদ মোঃ শাহাদুজ্জামান, জেলা বীজ প্রত্যয়ন অফিসার, সিরাজগঞ্জ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন কৃষিবিদ বাবলু কুমার সূত্রধর, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিরাজগঞ্জ। কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিরাজগঞ্জ এর জেলা/উপজেলা পর্যায়ের কর্মকর্তা, এসসিএ, কৃষি তথ্য সার্ভিস, বিএডিসি, বারটান, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, বিএসএ সিরাজগঞ্জ প্রতিনিধি, পলিসি লিংক এর কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ ৫০ জন উপস্থিত ছিলেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS