Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
District Agricultural Technology Extension Coordination Committee meeting held in Sirajganj during Kharif season
Details

১২ মার্চ ২০২৫খ্রি. তারিখে সিরাজগঞ্জ খরিপ-১/২০২৪-২৫ মৌসুমে জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ সমম্বয় কমিটির  সভা জেলা প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপত্বি করেন আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার, উপপরিচালক, ডিএই, সিরাজগঞ্জ।

সভার শুরুতেই উপজেলা কৃষি অফিসসমূহের কার্যক্রম উপস্থাপিত হয়। সভাপতি তাঁর বক্তব্যে মাঠপর্যায়ে উদ্ভূত সমস্যা ও সমাধানের বিষয় বিস্তারিত আলোচনা করেন ও দপ্তরসমূহের মাঝে সমন্বয়ের প্রতি গুরুত্বারোপ করেন।

মাটির স্বাস্থ্য সুরক্ষায় মাটি পরীক্ষা করে জমিতে সার প্রয়োগ ও নমুনা সংগ্রহ পদ্ধতি সম্পর্কে তথ্য উপস্থাপন করে সকলের সহযোগিতা কামনা করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট সিরাজগঞ্জ প্রতিনিধি।

কৃষি তথ্য সার্ভিস পাবনার পক্ষ থেকে মাঠপর্যায়ে  বিভিন্ন সফলতার গল্পগুলো প্রচারের বিষয়টি উপস্থাপন করা হয়। কৃষি তথ্য সার্ভিসের মাধ্যমে মাসিক কৃষিকথা পত্রিকার গ্রাহক বৃদ্ধির জন্য একমত প্রকাশ করেন সভায় উপস্থিত সকলে।

এছাড়াও বারটান, কৃষি বিপনন অধিদপ্তরসহ কৃষি মন্ত্রণালয়াধীন অন্যান্য দপ্তরসমূহ তাদের নিজ নিজ প্রাতিষ্ঠানিক বক্তব্য তুলে ধরেন সভায়।


সংবাদ- আাহমেদ আলী, এআইসিও, কৃষি তথ্য সার্ভিস, পাবনা।

Images
Attachments
Publish Date
12/03/2025
Archieve Date
30/06/2025