Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
The week-long tree fair in Pabna has ended
Details

“বৃক্ষ দিয়ে সাজাই দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৪ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ৩১ জুলাই ২০২৪ বিকাল ৩ টায় পাবনা টাউন হল মাঠে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, খাদ্য, পুষ্টি ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৈশিক জলবায়ুর প্রভাবে বাংলাদেশকে তীব্র দাবদাহ, ঘূর্ণিঝড় ও জলোচ্ছাস থেকে রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রধান অতিথি আরো বলেন, সর্বস্তরে বৃক্ষরোপন ও সঠিক পরিচর্যা করা প্রয়োজন। এতে পরিবেশের ভারসাম্য রক্ষাসহ ফলমূল ও বনজ দ্রব্যে দেশকে শুধু স্বনির্ভর করে তুলতেই সাহায্য করবে না বরং ব্যক্তি ও পরিবারের আর্থিক উন্নয়নে অবদান রাখবে। দেশের অর্থনীতি ও জনজীবনে স্বাচ্ছন্দ আনার জন্য আমাদের প্রত্যেকের প্রতিবছর অন্তত তিনটি করে বৃক্ষরোপণ ও এর সঠিক পরিচর্যার প্রতি গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসক, পাবনা মু. আসাদুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মতলুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি পাবনা’র উপপরিচালক কৃষিবিদ ড. মোঃ জামাল উদ্দীন; পুলিশ সুপার, পাবনা মোঃ আঃ আহাদ বিপিএম, পিপিএম (বার); মেয়র, পাবনা পৌরসভা মোঃ শরীফ উদ্দিন প্রধান। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ পাবনা’র যৌথ আয়োজনে জেলার নার্সারী মালিকেরা ২১টি স্টলে বাহারি রকমের ফুল ও ফলের চারা, বনসাই নিয়ে মেলায় অংশগ্রহণ করেছেন। আলোচনা অনুষ্ঠান শেষে মেলা অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও স্টল মালিকদের সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়। বৃক্ষমেলায় প্রথমে কয়েকদিনে লোক সমাগম কিছুটা কম থাকলেও শেষদিনে বৃক্ষপ্রেমী মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।


Attachments
Publish Date
31/07/2024
Archieve Date
31/12/2024