Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
পাবনা জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা
Details

পাবনা জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা

বর্তমান মাঠ ফসলসহ রবি মৌসুমের (খরিপ-২) ফসলের আগাম পরিকল্পনা, বাস্তবায়ন ও পর্যালোচনা ইত্যাদি বিষয়ের উপর পাবনা জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা পাবনা প্রশিক্ষণ হল রুমে ২৯/০৯/২০২২ খ্রিঃ অনুষ্ঠিত হয়।

পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মোঃ সাইফুল আলম সভায় সভাপতিত্ব করেন।

সভার শুরুতে উপস্থিত সুধীজনকে শুভেচ্ছা জানিয়ে সভা সঞ্চলনা করেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম। তিনি জেলার কৃষি পরিসংখ্যানসহ বর্তমান মাঠ ফসলের অগ্রগতি ও আগাম রবি মৌসুমের ধান, গম, ফলমুল, শাক-সবজি, ডাল, তেল উৎপাদনের বিভিন্ন চাষাবাদ ও উন্নত কলাকৌশল এবং উদ্ভাবিত নতুন নতুন জাত মাঠ পর্যায়ে বাস্তবায়নের উপর পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন। উপজেলা পর্যায়ে উপজেলার কৃষি কার্যক্রম, খরিপ-২ বাস্তবায়ন, খাদ্য পরিস্থিতি, ভূমির শ্রেনী বিন্যাস, পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি, এনএটিপি-২, সার পরিস্থিতি, সমস্যা ও সুপারিশমালা বিষয়ে পাওয়ার পয়েন্টের মাধ্যমে তথ্য উপস্থাপন করেন সুজানগর উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম ও চাটমোহরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ। সভায় অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ তাঁদের নিজ নিজ দপ্তরের বিভাগীয় কার্যক্রম ও অগ্রগতির বিষয়ে সভায় অবহিত করেন।

সভায় উপস্থিত ছিলেন পাবনা কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক কৃষি তথ্য ও যোগাযোগ বিশেষজ্ঞ কৃষিবিদ প্রশান্ত কুমার সরকার, অতিঃ উপপরিচালক (শস্য) কৃষিবিদ রোকনুজ্জামান, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাসান রশিদ হোসাইনী, ঈশ^রদীর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিতা সরকার, সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সজীব গোস্বামী, বিএসআরআই, ঈশ^রদীর এসএসও ড. শামসুল আরেফিন, বিনা উপকেন্দ্র ঈশ^রদীর এসও খাঁন জাহান আলী, এসআরডিআই পাবনার এসও কৃষিবিদ মোসাররাত জাহান, ফার্টিলাইজার এ্যাসোসিয়েশন পাবনার সাংগঠনিক সম্পাদক মোঃ ফরমান আলী ও সদর উপজেলার সার ব্যবসায়ী প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম এবং পাবনা কৃষি তথ্য সার্ভিসের সহঃ তথ্য কর্মকর্তা তুষার কুমার সাহা প্রমুখ।

সভার সভাপতি, রবি মৌসুমের ফসল উৎপাদন ও বাস্তবায়নের লক্ষে সুজানগর গাজনার বিলের কচুরী পানা অপসারণে স্থানীয় প্রতিনিধির সাথে সমন্বয় করে সমাধান, ভোজ্যতেলের চাহিদা পূরণে সরিষার আবাদ বৃদ্ধিকল্পে বিনা কর্তৃক স্বল্প মেয়াদী জাতের ধান ও তেল বীজ সরবরাহ এবং ইউরিয়া সাশ্রয়ে ডিএপি সারের ব্যবহার ইত্যাদি বিষয়ে কৃষকদের উদ্বুদ্ধকরণ ও উৎসাহিতকরণে উপস্থিত সকলের সম্মিলিত ভাবে কাজ ও সহযোগিতা কামনা করে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Attachments
Publish Date
03/10/2022
Archieve Date
30/07/2023