“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ জুলাই) সকাল ১০ টায় জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, পাবনা’র আয়োজনে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এ মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক, পাবনা মোহাম্মদ মফিজুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য মোট ভূমির শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু আমাদের দেশে মোট ভূমির মাত্র ১৬ ভাগ বনভূমি রয়েছে, যা দেশের প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। এ জন্য অসময়ে বৃষ্টিপাত, বন্যা, খরা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তিনি আরো বলেন, এখন বর্ষাকাল, গাছ লাগানোর উপযুক্ত সময়। আমাদের প্রত্যেকের উচিত নিজ বাড়ির আঙিনা ও ফাঁকা জায়গায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করা। সবুজ বাংলাদেশ গড়তে প্রতিটি নাগরিককে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। পরিকল্পিত বনায়নই পারে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই পরিবেশ নিশ্চিত করতে। এই কর্মসূচির মাধ্যমে পাবনা জেলাকে আরও সবুজ ও সুন্দর করে তোলার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় স্থানীয় সকলকে সম্পৃক্ত থাকার আহবান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী তারিকুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ, পবনা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, ড. আবুল কালাম আজাদ, সিভিল সার্জন; তৌহিদ ইকবাল, উপপরিচালক, এনএসআই; মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার; আক্তারুজ্জামান আক্তার, সভাপতি, প্রেস ক্লাব ও মোঃ আনিসুর রহমান, সভাপতি, পাবনা জেলা নার্সারি মালিক সমিতি।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়। মেলায় ২২ টি স্টলে জেলার বিভিন্ন নার্সারি মালিকেরা বাহারি রকমের ফুল ও ফলের চারা নিয়ে অংশগ্রহণ করেছেন। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মেলার নার্সারি স্টলগুলো।
সংবাদ সংগ্রহে: মোঃ গোলাম আরিফ, কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, পাবনা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS