Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
A meeting of District Agriculture Technology Extension Committee was held in Pabna to prepare action plan for Rabi 2024-25 season.
Details

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, পাবনা এর আয়োজনে রবি ২০২৪-২৫ মৌসুমের কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১০ ঘটিকায় খামারবাড়িস্থ প্রশিক্ষণ হলে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা’র উপপরিচালক কৃষিবিদ ড. মোঃ জামাল উদ্দীন।

সভায় বিগত খরিপ-২/২০২৪-২৫ মৌসুমের কৃষি কার্যক্রম কর্মপরিকল্পনা পর্যালোচনা ও অনুমোদন করা হয়। সভায় প্রতিষ্ঠানভিত্তিক আলোচনায় প্রযুক্তি বিস্তারে প্রদর্শনী বাস্তবায়নে সকল গবেষণা প্রতিষ্ঠানকে উপজেলার সাথে সমন্বয় সাধন; পুষ্টি নিরাপত্তায় জিংক ও আয়রনসমৃদ্ধ জাতের ফসল ধান ও বারি মসুর ৮ এর চাষাবাদ বাড়ানো; ভেজাল ও অনুন্নতমানের বীজ বিক্রয় রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নেওয়া; মাটি পরীক্ষার মাধ্যমে সঠিক সার সুপারিশ প্রদানের জন্য নমুনা সংগ্রহ করে মৃত্তিকা গষেণাগারে প্রেরণ; সার মজুদ ও সরবরাহ নিশ্চিতে নিয়মিত বাজার মনিটরিং; কৃষি তথ্য ও প্রযুক্তি বিস্তারে প্রতি বøকে ২০ জন করে কৃষিকথা গ্রাহক তৈরি, প্রতি মাসে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদ ও আগামী মাসে নির্মিতব্য ভিডিও এর তথ্য সরবরাহে সহায়তা প্রদান; চলতি আমন মৌসুমে রোগ ও পোকামাকড়ের আক্রমণ থেকে ফসল রক্ষায় প্রয়োজনীয় পরামর্শ প্রদানসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা ও বিগত খরিপ-২/২০২৪-২৫ মৌসুমের কৃষি কার্যক্রম কর্মপরিকল্পনা রেজুলেশন পাঠ করেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ রোকনুজ্জামান। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা’র জেলা/উপজেলা পর্যায়ের কর্মকর্তা, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, বিএসআরআই, এসসিএ, বিএডিসি (বীজ বিপনন ও ক্ষুদ্র সেচ), বিজেআরআই, এসআরডিআই, ডাল গবেষণা কেন্দ্র, তুলা উন্নয়ন বোর্ড, বারি(ওএফআরডি), ব্রি, বিনা, বিএসআরআই, আঞ্চলিক গম ও ভূট্টা গবেষণা কেন্দ্র, কৃষি তথ্য সার্ভিস, কৃষি বিপনন অধিদপ্তর, বিসিআইসি সার ডিলার প্রতিনিধি, কীটনাশক ডিলার প্রতিনিধি, বীজ ডিলার প্রতিনিধি, কৃষক প্রতিনিধিসহ ৪০ জন উপস্থিত ছিলেন।

Images
Attachments
Publish Date
26/09/2024
Archieve Date
30/06/2025