Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Farmer training on extension of modern agricultural technology in the Char area of ​​Pabna
Details

পাবনায় বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ০১ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ০৫ মার্চ ২০২৫ সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, পাবনা সদর, পাবনা’র প্রশিক্ষণ হলে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. মোঃ জামাল উদ্দীন, অতিরিক্ত পরিচালক(মনিটরিং ও বাস্তবায়ন), সরেজমিন উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের দেশে নদী মাতৃক দেশ। নদীর অববাহিকায় জেগে ওঠা চরগুলোর মাটিতে বালির পরিমাণ বেশি। চরে গতানুগতিক ফসল চাষ করতে বেশি পানির প্রয়োজন হয়। এজন্য কম সেচে বালিতে যেসকল ফসল ভালো হয় সেকল ফসল চাষ করতে হবে। চরে উচ্চমূল্যের ফসল হিসেবে তরমুজ, টমেটো, মিষ্টিআলু, চিনাবাদাম, মরিচ, ভূট্টাসহ বিভিন্ন ফসল চাষ করে অধিক মুনাফা অর্জন করা সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া অঞ্চল, বগুড়া। এসময় তিনি বলেন, বিজ্ঞানীদের আধুনিক প্রযুক্তি উদ্ভাবন, আমাদের চিন্তা চেতনা পরিবর্তন ও কৃষি বিভাগের সহায়তায় কৃষকরা প্রযুক্তি বাস্তবায়নের ফলে চর এলাকায় সকল ফসল চাষ করা সম্ভব হচ্ছে। চর এলাকায় ফসল উৎপাদনে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার বাড়াতে হবে এবং উৎপাদনকে টেকসই করতে প্রযুক্তিগলোর সম্প্রসারণে অধিক গুরুত্ব দিতে হবে। প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, পুষ্টি নিরাপত্তায় নিরাপদ ফসল উৎপাদন ও গ্রহণের প্রতি আমাদের সচেষ্ট থাকতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. মোঃ আবু জাফর আল মুনছুর, উপপরিচালক(মনিটরিং), সরেজমিন উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা’র উপপরিচালক(ভারপ্রাপ্ত), কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম; অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ রোকনুজ্জামান; উপজেলা কৃষি অফিসার, পাবনা সদর কৃষিবিদ কুন্তলা ঘোষ। দিনব্যাপী প্রশিক্ষণে পাবনা সদর উপজেলার চরাঞ্চলের ৬০ জন প্রগতিশীল কৃষক/কৃষাণী অংশগ্রহণ করেন।

সংবাদ সংগ্রহে: মোঃ গোলাম আরিফ, কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, পাবনা।

Attachments
Publish Date
05/03/2025
Archieve Date
30/06/2025