Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
পাবনায় খরিপ-২, মৌসুমের ২০২৫-২৬ অর্থ বছরের কর্মপরিকল্পনা প্রণয়নে কারিগরি কমিটির সভা অনুষ্ঠিত
Details

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, পাবনা এর আয়োজনে খরিপ-২/২০২৫-২৬ মৌসুমের কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই ২০২৫ সকাল ১০ ঘটিকায় খামারবাড়িস্থ প্রশিক্ষণ হলে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা’র উপপরিচালক মোঃ জাহাঙ্গীর আলম প্রামানিক।
অনুষ্ঠান সঞ্চালনা ও বিগত খরিপ-১/২০২৫ মৌসুমের কৃষি কার্যক্রম কর্মপরিকল্পনা রেজুলেশন পাঠ করেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ রাফিউল ইসলাম। সভায় বিগত খরিপ-২/২০২৫ মৌসুমের কৃষি কার্যক্রম কর্মপরিকল্পনা পর্যালোচনা ও অনুমোদন করা হয়। সভায় প্রতিষ্ঠানভিত্তিক আলোচনায় প্রযুক্তি বিস্তারে কার্যক্রম বাস্তবায়নে সকল গবেষণা প্রতিষ্ঠানকে উপজেলার সাথে সমন্বয় সাধন, মাটি পরীক্ষার মাধ্যমে সঠিক সার সুপারিশ প্রদানের জন্য নমুনা সংগ্রহ করে মৃত্তিকা গষেণাগারে প্রেরণ, ডিএপি সারের উপযুক্ত ব্যবহার, সার মজুদ ও সরবরাহ নিশ্চিতে নিয়মিত বাজার মনিটরিং, কৃষি তথ্য ও প্রযুক্তি বিস্তারে কৃষিকথা ম্যাগাজিনে লেখা প্রেরণ এবং গ্রাহক সংখ্যা বৃদ্ধি, চলতি আমন মৌসুমসহ দন্ডায়মান ফসলে রোগ ও পোকামাকড়ের আক্রমণ থেকে ফসল রক্ষায় প্রয়োজনীয় পরামর্শ প্রদানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা’র জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বিএসআরআই, এসসিএ, বিএডিসি, বিজেআরআই, এসআরডিআই, ডাল গবেষণা কেন্দ্র, তুলা উন্নয়ন বোর্ড, বারি(ওএফআরডি), ব্রি, বিনা, বিএসআরআই, আঞ্চলিক গম ও ভূট্টা গবেষণা কেন্দ্র, কৃষি তথ্য সার্ভিস, কৃষি বিপনন অধিদপ্তর, বিসিআইসি সার, কীটনাশক ও  বীজ ডিলার প্রতিনিধি, কৃষক প্রতিনিধিসহ ৩০ জন উপস্থিত ছিলেন।

Images
Attachments
Publish Date
15/07/2025
Archieve Date
12/02/2026