Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Field day held to control onion purple blotch disease in IDM package in Pabna
Details

পাবনা’য় পেঁয়াজের পার্পল ব্লচ রোগ নিয়ন্ত্রণে আইডিএম প্যাকেজ এর উপযোগীতা শীর্ষক মাঠ দিবস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উদ্ভিদ রোগতত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর ১১ মার্চ ২০২৫ পাবনা সুজানগর উপজেলার মথুরাপুর মাঠ প্রাঙ্গণে এ মাঠ দিবসের আয়োজন করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ হারুনর রশিদ, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান, উদ্ভিদ রোগতত্ব বিভাগ, বিএআরআই, গাজীপুর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পেঁয়াজ একটি মসলা জাতীয় ফসল। আর পেঁয়াজের সবচেয়ে মারাত্বক ক্ষতিকর রোগ হলো পার্পল ব্লচ। এই রোগ প্রতি বছরই পেঁয়াজে আক্রমণ করে থাকে। উদ্ভিদ রোগতত্ব বিভাগের বিজ্ঞানীরা এই রোগ নিয়ন্ত্রণে গবেষণা করে আইডিএম প্যাকেজ উদ্ভাবন করেছেন। পেঁয়াজের পার্পল ব্লচ রোগ নিয়ন্ত্রণে আইডিএম প্যাকেজ সবচেয়ে কার্যকরী পদ্ধতি। আইডিএম হলো সমন্বিত রোগ দমন ব্যবস্থাপনা। যা ফসলের জমিতে নির্দিষ্ট মাত্রায় সার প্রয়োগ, সঠিক দূরত্বে চারা রোপণ ও রোগের উপস্থিতি দেখা মাত্রই নির্ধারিত বালাইনাশক প্রয়োগ করে পার্পল ব্লচ রোগ সফলভাবে নিয়ন্ত্রণ করা যায়। আইডিএম প্যাকেজে প্রতি ৩৩ শতাংশ জমিতে ১০ মন গোবর সার, ইউরিয়া ৪০ কেজি, টিএসপি ৩৫ কেজি, পটাশ ৩০ কেজি, দস্তা ১ কেজি, বোরন সার ১ কেজি ও জিপসাম ২০ কেজি হারে প্রয়োগ করতে হবে। সারি থেকে সারি ও কন্দ থেকে কন্দ ১০ সেন্টিমিটার x ১০ সেন্টিমিটার দূরত্বে পেঁয়াজের চারা রোপণ করতে হবে। রোগ দেখা মাত্রই প্রতি লিটার পানির সাথে লুনা সেনসেশন ০১ মিলি হারে ১০-১২ দিন পর পর ৩ বার স্প্রে করতে হবে। প্রধান অতিথি পার্পল ব্লচ রোগ নিয়ন্ত্রণে আইডিএম প্যাকেজ অনুস্বরণ করে পেঁয়াজ চাষাবাদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মোঃ শামীম হোসেন মোল্লা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, সরেজমিন গবেষণা বিভাগ, বিএআরআই, পাবনা। এ সময় তিনি বলেন, কৃষি বিজ্ঞানীরা কৃষির উন্নয়নে প্রতিনিয়ত প্রযুক্তি উদ্ভাবন করে কৃষকের নিকট পৌঁছে দিচ্ছে। নতুন প্রযুক্তি আসলে ভয় পাওয়ার কিছুই নেই সাদরে গ্রহণ করুন। নতুন প্রযুক্তি উদ্ভাবন, বাস্তবায়ন ও সম্প্রসারণের ফলে আজ কৃষি এত সমৃদ্ধ। স্বাগত বক্তব্য প্রদান করেন ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, উদ্ভিদ রোগতত্ব বিভাগ, বিএআরআই, গাজীপুর। ড. মোঃ মনিরুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ শামীম আখতার, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা; ড. রুম্মানা ইসলাম, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা; রুমানা মমতাজ, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা; কৃষিবিদ মোঃ খালেদীন আনাম, সহকারী তথ্য অফিসার, কৃষি তথ্য সার্ভিস পাবনা। মাঠ দিবসে প্রদর্শনী কৃষক মোঃ রবিউল ইসলাম আই ডি এম প্যাকেজ এর মাধ্যমে পেঁয়াজ চাষের সফলতা উল্লেখ করেন। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রেনিক মিডিয়ার সাংবাদিকসহ ১২০ জন কৃষক/কৃষাণী উপস্থিত ছিলেন।

সংবাদ সংগ্রহে: মোঃ গোলাম আরিফ, কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, পাবনা।

Attachments
Publish Date
11/03/2025
Archieve Date
30/06/2025