কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা সদর, পাবনার আয়োজনে আমন মৌসুমের নমুনা শস্য কর্তন ও নবান্ন উৎসব ২০২৪ উদ্যাপিত হয়েছে। ১৭ নভেম্বর ২০২৪ সকাল ৮.৩০ টায় টেকনো পার্ক, পৈলানপুর কৃষি খামারে নানা আয়োজনে এ অনুষ্ঠান উদ্যাপন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মফিজুল ইসলাম, জেলা প্রশাসক, পাবনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ ড. মোঃ জামাল উদ্দীন, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, পাবনা। কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ শৈলেন কুমার পাল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ রেজিনূর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজা সুলতানা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা’র জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মো: রোকনুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, কৃষি তথ্য সার্ভিসের সহকারী তথ্য অফিসার কৃষিবিদ মো: খালেদীন আনাম, অনান্য দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রিনিক মিডিয়ার সাংবাদিক, পাবনা সদর উপজেলার সকল উপসহকারী কৃষি কর্মকর্তা ও প্রগতিশীল কৃষক-কৃষাণী। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ আমন মৌসুমের ব্রি ধান৮৭ জাতের নমুনা শস্য কর্তনের মাধ্যমে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন পাবনা সদর উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ কুন্তলা ঘোষ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, পাবনা কৃষিতে সমৃদ্ধ একটি জেলা। এ জেলার উৎপাদিত কৃষি পণ্য জেলার চাহিদা পূরণ করে দেশের অন্যান্য জেলা চাহিদা পূরণে ভূমিকা রাখছে। জেলার প্রতি ইঞ্চি জমির সঠিক ব্যবহার ও নিরাপদ খাদ্য উৎপাদনে বিশেষ খেয়াল রাখা হচ্ছে। কৃষিতে আধুনিক যন্ত্রপাতির সমন্বয় ঘটেছে। উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন শস্যের বীজ ও রাসায়নিক সারসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হচ্ছে। আলোচনা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ ফিতা কেটে নবান্নের পিঠা উৎসবেরও উদ্বোধন করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS