Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
ডাব্লিউএমআরআই গম ২ একটি উচ্চ ফলনশীল গমের জাত
Details

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট কর্তৃক সর্বশেষ উদ্ভাবিত ডাব্লিউএমআরআই গম ২ একটি উচ্চ ফলনশীল গমের জাত। বিভিন্ন মাঠে ফলন পরীক্ষায় জাত টি ভালো বলে প্রমাণিত হয়। এ জাতটি  উচ্চ ফলনশীল, তাপ সহনশীল ও দানা সাদা চকচকে ও আকারে মাঝারি (হাজার দানার ওজন ৪৫-৫০ গ্রাম)। জাতটি পাতার মরিচা রোগ প্রতিরোধী, দাগ রোগ ও ব্লাস্ট রোগ সহনশীল এবং তাপ সহিষ্ণু। উপযুক্ত পরিবেশে বিঘা প্রতি ফলন ১২-১৩ মণ হয়ে থাকে।

গত ২২ ফেব্রুয়ারি সকালে সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নে সৈয়দপুর ব্লকের মাঠে দানাদার ফসল ডাব্লিউএমআরআই-২ জাতের নতুন জাতের ভেলিডেশন ট্রায়াল ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এসব কথা বলেন উপস্থিত বক্তাগণ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজানগর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: রাফিউল ইসলাম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মো. রোকনুজ্জামান, অত্র ওয়ার্ডের ইউপি সদস্য উজ্জল হোসেন অত্র উপজেলার উপসহকারী উদ্ভিদ সংলক্ষণ অফিসার মো: আলমগীর হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. কুতুব উদ্দিন এছাড়া স্থানীয় প্রায় একশত কৃষক-কৃষাণি। কৃষক-কৃষাণিদের সাথে নিয়ে অতিথিগণ ডাব্লিউএমআরআই গম ২ এই জাতের মাঠ পরিদর্শন করে।

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ(পার্টনার) প্রকল্পের আওতায় বারি গম-২ নতুন জাতের ভেলিডেশন ট্রায়াল ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বক্তাগণ জানান, মাঠে বর্তমান ফসলে অবস্থা দেখে সকলে ভালো ফলনের আশাবাদি। তাঁরা আরো জানান, গম গাছ সম্পূর্নরূপে পেকে হলুদ বর্ণ ধারণ করলে কাটার ব্যস্থা করতে হবে। গম পাকার পর বেশি দিন জমিতে থাকলে ক্ষতি হয়ে থাকে। রৌদ্রোজ্জ্বল দিনে সকালের দিকে গম কেটে দূপুরে মাড়াই করা উত্তম।

Attachments
Publish Date
25/02/2024
Archieve Date
26/10/2024