Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
“জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫” উদযাপন উপলক্ষ্যে বিশেষ চলচ্চিত্র প্রদর্শন
বিস্তারিত

“জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫” উদযাপন উপলক্ষ্যে বিশেষ প্রচার কর্মসূচির অংশ হিসেবে ২৮ জুলাই ২০২৫ পাবনা সরকারি কলেজ, পাবনা’র হলরুমে এক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে জুলাই ২০২৪ এ দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী সম্পর্কে একটি গভীর ও সংবেদনশীল অভিজ্ঞতা শেয়ার করা হয়। প্রদর্শনীতে একটি বিশেষ মিউজিক্যাল ভিডিও উপস্থাপনসহ জুলাই আন্দোলনে ওই সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ভিডিও চিত্রায়ণ করা হয়। একইসাথে, জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণের উপর নির্মিত একটি আবেগময় ভিডিও প্রদর্শিত হয়, যা সেই সাহসী মানুষগুলোর আত্মত্যাগ ও অবদানের প্রতি শ্রদ্ধা জানায়। এই চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের সহযোগিতা ও উচ্ছ্বাস অনুষ্ঠানটিতে বিশেষ মাত্রা যোগ করে।


ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
28/07/2025
আর্কাইভ তারিখ
30/06/2026