Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
শেষ হলো পাবনায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা
বিস্তারিত

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুলাই ২০২৫ বিকাল ৩.৩০ টায় পাবনা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মোঃ তৌহিদ ইকবাল, উপপরিচালক, এনএসআই, মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ও মোঃ আনিসুর রহমান, সভাপতি, জেলা নার্সারি মালিক সমিতি, পাবনা।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খাদ্য পুষ্টি ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৈশিক জলবায়ুর প্রভাবে বাংলাদেশকে রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ ও সঠিক পরিচর্যা করা প্রয়োজন। এতে পরিবেশের ভারসাম্য রক্ষাসহ ফলমূল ও বনজ দ্রব্যে দেশকে স্বনির্ভর করে তুলবে। ব্যক্তি ও পরিবারের আর্থিক উন্নয়নে অবদান রাখবে। দেশের অর্থনীতি ও জনজীবনে স্বাচ্ছন্দ আনার জন্য আমাদের প্রত্যেকের প্রতিবছর অন্তত তিনটি করে বৃক্ষরোপণ ও এর সঠিক পরিচর্যার প্রতি গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ পাবনা’র যৌথ আয়োজনে জেলার নার্সারী মালিকেরা ২২টি স্টলে বাহারি রকমের ফুল ও ফলের চারা, বনসাই নিয়ে মেলায় অংশগ্রহণ করেছেন। সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ২০২৫ এ ২৬,৭৯০ টি বিভিন্ন প্রকার চারা বিক্রয় হয়েছে। আলোচনা অনুষ্ঠান শেষে মেলা অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও স্টল মালিকদের সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়। বৃক্ষমেলায় বৃক্ষপ্রেমী ও ক্রেতার উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
13/07/2025
আর্কাইভ তারিখ
30/06/2026