Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বগুড়ায় অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত
বিস্তারিত

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া অঞ্চল, বগুড়ার আয়োজনে 'অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্প (২য় সংশোধিত)' এর আওতায়  বিষয়ভিত্তিক সেমিনার Promote Nutrition Sensitive Extension Through Homestead Gardening পর্যটন মোটেল, বগুড়াতে ২৯/০৪/২৫ খ্রি. তারিখে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া অঞ্চল, বগুড়া। স্বাগত বক্তব্য ও প্রকল্প কার্যক্রম উপস্থাপন করেন ড. মোঃ আকরাম হোসেন চৌধুরী, প্রকল্প পরিচালক, ইফনাপ, ডিএই, খামারবাড়ি, ঢাকা। কি-নোট উপস্থাপন করেন ড. মোঃ ছাদেকুল ইসলাম ঊদ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা, বারটান আঞ্চলিক কর্মকর্তা, পীরগঞ্জ, রংপুর। সভাপতিত্ব করেন কৃষিবিদ সোহেল মোঃ শামসুদ্দীন ফিরোজ, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের বগুড়া অঞ্চলের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ এআইএস এর কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অনাবাদি পতিত, অব্যবহৃত জমি চাষের আওতায় এনে গ্রামীণ কৃষকের পছন্দ অনুযায়ী শাকসবজি ও ফলের আবাদ সম্প্রসারণ, চাষ উপযোগী উচ্চ মূল্যের বহুমুখী ফসল আবাদ সম্প্রসারণ, উন্নত প্রযুক্তি সম্প্রসারণ, গবেষণা প্রতিষ্ঠান থেকে উদ্ভাবিত জাত/প্রযুক্তি সম্প্রসারণ, মানসম্মত বিষমুক্ত নিরাপদ ফসল উৎপাদনের মাধ্যমে পুষ্টি সম্পর্কে স্বাস্থ্য সচেতনা সৃষ্টি করে জনগণের আয় বৃদ্ধি এবং গ্রামীণ কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূূূমিকা রাখছে প্রকল্পটি। কৃষি যন্ত্রপাতি বিতরণ, ভার্মিকম্পোষ্ট পিট স্থাপন, জিরো এনার্জি কুল চেম্বার স্থাপন, কৃষক-কৃষাণী প্রশিক্ষণ, কৃষক-কৃষাণীদের উঠান বৈঠক, বিভিন্ন ফসলের প্রদর্শনী স্থাপন, উদ্বুদ্ধকরণ এগুলোর মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পুষ্টি ও খাদ্য নিরাপত্তাসহ সুস্বাস্থ্য নিশ্চিত করার কাজ করার লক্ষ্যে প্রকল্পটি কাজ করে যাচ্ছে এমনটাই আলোচনায় উঠে আসে।

সংবাদ- আহমেদ আলী, কৃষি তথ্য কেন্দ্র সংগঠক, এআইএস, পাবনা।

ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
29/04/2025
আর্কাইভ তারিখ
30/06/2025