বাংলাদেশের ইতিহাসে জুলাই মাস এক অবিস্মরণীয় অধ্যায়। এই মাসেই বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের স্বাধীনতা, মানবাধিকার, সাম্য ও গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠায় শহিদ হয়েছেন অনেক বীর সন্তান। তাঁদের সেই পরম আত্মত্যাগ শুধু আমাদের নতুন ইতিহাস নয়, আমাদের পরিচয় ও প্রেরণার উৎস। জুলাই শহিদদের আত্মত্যাগকে যথাযথ মর্যাদা প্রদান এবং জুলাই যোদ্ধাদের সম্মানিত করতে আয়োজন করা হয় দিনব্যাপী "জুলাই শহিদ পরিবার ও জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধাদের সম্মিলন-২০২৫"। এর অংশ হিসেবে সকাল ৭:৩০মিনিটে আরিপপুর কবরস্থান, পাবনায় জেলা প্রশাসক মহোদয়ের ফুলেল শ্রদ্ধা নিবেদন, জুলাই অভ্যুত্থানে শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত/প্রার্থনা এবং কবর জিয়ারত করা হয়। এ সময় সরকারি/বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রিন্ট-ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস