জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মোঃ আব্দুল হান্নান খান স্মরণে খামারবাড়ি, পাবনা চত্তরে বৃক্ষ রোপণ করা হয়। ১৯ জুলাই ২০২৫ সকাল ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা এ অনুষ্ঠানের আয়োজন করেন। এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা’র জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ মোঃ নুরে আলম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ রাফিউল ইসলাম, পাবনা সদর উপজেলার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাকিরুল ইসলাম, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীসহ জেলা প্রশাসকের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এই কর্মসূচিতে স্মরণ করা হয় জুলাই আন্দোলনে পাবনা’র শহীদ জাহিদুল ইসলাম জাহিদ, মাহাবুব হাসান নিলয়, মোঃ আব্দুল হান্নান খানসহ সারা দেশের সকল শহীদকে। “এক শহীদ, এক বৃক্ষ” এই প্রতীকী কর্মসূচির মধ্য দিয়ে যেমন শহীদ মোঃ আব্দুল হান্নান খান এর আত্মত্যাগকে সম্মান জানানো হয়েছে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ ও স্বাধীনতার চেতনাকে বয়ে নিয়ে যাওয়ার এক শক্তিশালী বার্তা প্রদান করা হয়েছে। শহীদের রক্ত বৃথা যায় না এই বৃক্ষের মতোই তাদের আত্মত্যাগ ও বিজয়ের ইতিহাস বেঁচে থাকবে নতুন প্রজন্মের হৃদয়ে। তাদের স্মৃতিকে জীবন্ত রাখতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বৃক্ষরোপণকালে গাছের পাশে শহীদের নামে একটি স্মৃতিফলক স্থাপন করা হয়। সেখানে শহীদের পরিচয়ের পাশাপাশি জুলাই অভ্যুত্থানে তার ভূমিকা উল্লেখ করা হয়েছে। বৃক্ষরোপণ শেষে শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস