Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
পাবনার চাটমোহর উপজেলায় তেল জাতীয় ফসলের উৎপাদনকারী উৎপাদন বৃদ্ধির লক্ষে মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত
বিস্তারিত

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার চাটমোহর উপজেলায় তেল জাতীয় ফসলের উৎপাদনকারী উৎপাদন বৃদ্ধির লক্ষে মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে। ০৯ এপ্রিল ২০২৫খ্রি. বিকাল ৫ ঘটিকায় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নে মাঠ দিবসের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মোঃ জসিম উদ্দিন, উপজেলা কৃষি অফিসার, চাটমোহর, পাবনা এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম, জেলা প্রশিক্ষণ অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা। প্রধান অতিথির বক্তব্যকালে তিনি বলেন, দৈনন্দিন জীবনে তেলের কোন বিকল্প নেই। সরিষার তেল অত্যন্ত পুষ্টিকর। এছাড়াও সরিষার তেল ঔষুধিগুণে ভরপুর। রান্নার কাজে ও পুষ্টি চাহিদা পূরণে প্রতি বছর আমাদের ৭৪% তেল  বিদেশ থেকে আমদানি করতে হয়। আমাদের দেশে উৎপাদিত হয় ২৬%তেল। ফলে তেলের ঘাটতি পূরণের জন্য আমাদের অনেক রেমিটেন্স ব্যয় করতে হয়। বর্তমানে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় তেলের ঘাটতি পূরণের জন্য নানামূখি কর্মসূচি গ্রহণ ও তা বাস্তবায়ন করা যাচ্ছে। এসময় তিনি আরো বলেন, প্রতিদিন আমাদের চাষযোগ্য মাথাপিছু জমির পরিমাণ কমছে। যেকোন পতিত জমিতে সহজেই তেল ফসল চাষ করা যায় এবং অন্যান্য ফসল উৎপাদনের চেয়ে খরচও কম হয়। পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ ও উচ্চমূল্যের ফসল হিসেবে যার যতটুকু সুযোগ আছে উপস্থিত সবাইকে তেল ফসল চাষাবাদের জন্য আহবান করেন। অনুষ্ঠানে মোঃ রোকনুজ্জামান, অতিরিক্ত উপপরিচালক (শস্য); ড. মোঃ আব্দুল মজিদ, অতিরিক্ত উপপরিচালক (পিপি), শোয়েব রহমান, মোছাঃ তানিয়া অক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার, চাটমোহর, পাবনা; কৃষক-কৃষাণীসহ ৫০ জন উপস্থিত ছিলেন।

সংবাদ সংগ্রহে: আহমেদ আলী, কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, পাবনা।

ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
14/04/2025
আর্কাইভ তারিখ
30/06/2025