Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জয়পুরহাটে বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত
বিস্তারিত


কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়িজয়পুরহাট এর আয়োজনে জুলাই-২০২৫ মাসের বিভাগীয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জুলাই ২০২৫ সকাল ১০ ঘটিকায় খামারবাড়িস্থ প্রশিক্ষণ হলে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরজয়পুরহাট এর উপপরিচালক কৃষিবিদ মোছাঃ রাহেলা পারভীন।


অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষিবিদ মো: শহীদুল ইসলাম। সভায় প্রতিষ্ঠানভিত্তিক আলোচনায় প্রযুক্তি বিস্তার ও কার্যক্রম বাস্তবায়নে সকল প্রতিষ্ঠানকে উপজেলার সাথে সমন্বয় সাধনকৃষক র্পযায়ে রাসায়নকি সারের অতিরিক্তি ব্যবহার কমানোসার মজুদ ও সরবরাহ নিশ্চিতে নিয়মিত বাজার মনিটরিংনার্সারি রেজিস্ট্রেশনপার্টনার প্রকল্পরে কার্যক্রম আলোচনাকৃষি সম্প্রসারণ অধিদপ্তররে জমিজমার খাজনা খারিজ হালনাগাদ করারোপা আমন বীজতলাব্লক র্পযায়ে উপসহকারী কৃষি র্কমর্কতা যেসব সেবা প্রদান করেন তা গুগল শীটের মাধ্যমে উপজেলায় তথ্য প্রেরণকৃষি তথ্য ও প্রযুক্তি বিস্তারে কৃষিকথা ম্যাগাজিনে লেখা প্রেরণ এবং গ্রাহক সংখ্যা বৃদ্ধিচলতি আমন মৌসুমসহ ফসলে রোগ ও পোকামাকড়ের আক্রমণ থেকে ফসল রক্ষায় পার্চিং এর পরামর্শ প্রদানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জয়পুরহাট জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাএসসিএবিএডিসিবিএমডিএকৃষি বিপনন অধিদপ্তরকৃষি তথ্য সার্ভিস,পাবনাসহ ২৫ জন উপস্থিত ছিলেন।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
23/07/2025
আর্কাইভ তারিখ
30/06/2026