Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বিস্তারিত

১৬ জুলাই ২০২৫, পাবনা জেলার শহীদ পরিবার এবং অংশগ্রহণকারীদের উপস্থিতিতে একটি স্মরণীয় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যা "জুলাই শহীদ দিবস" উপলক্ষে আয়োজন করা হয়। এই বিশেষ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)।উক্ত অলোচনা সভায় জেলা পুলিশ সুপার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, যারা নিজেদের অসামান্য অবদানের জন্য পরিচিত।এছাড়া, শহীদ জাহিদুল ইসলাম জাহিদ এবং মাহাবুব হাসান নিলয়ের পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যা এ দিনটির গুরুত্বকে আরো বাড়িয়ে তোলে। তাদের উপস্থিতি প্রমাণ করে যে শহীদের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের সমাজের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ।এই আলোচনা সভায় বক্তারা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাঁদের অবদানকে গভীর শ্রদ্ধার সাথে উদযাপন করেন।এই ধরনের আয়োজন শুধু মাত্র স্মৃতিচারণ নয়; বরং এটি আমাদের যুবকদের মধ্যে দেশপ্রেম এবং জাতীয়তাবোধ জাগ্রত করার এক অনন্য সুযোগ হিসেবে কাজ করে। আমরা যদি নিজেদের ইতিহাস থেকে শিক্ষা নেই এবং শহীদদের আত্মত্যাগের মূল্য বুঝতে শিখি, তাহলে অবশ্যই আগামী প্রজন্ম আরও সচেতন ও দায়িত্বশীল নাগরিক হয়ে উঠবে।

ডাউনলোড
প্রকাশের তারিখ
16/07/2025
আর্কাইভ তারিখ
31/12/2025