১৮ জুলাই ২০২৫ রোজ শুক্রবার সকাল ৭.০০ ঘটিকায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫”উদযাপন উপলক্ষ্যে জেলা পর্যায়ে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়। ম্যারাথনটি সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ, পাবনা মাঠ হতে শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে শেষ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ মফিজুল ইসলাম, জেলা প্রশাসক, পাবনা । উক্ত ম্যারাথনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানে আহতগণ এবং শহীদদের পরিবারের সদস্যগণও উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের আয়োজনে ম্যারাথন শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার এবং শহীদ পরিবারগণকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস