অদ্য ৩০ ও ৩১ জানুয়ারি ২০২৫ তারিখ সচিব কৃষি মন্ত্রণালয় পাবনা জেলার বিভিন্ন কৃষি বিভাগের কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের মাননীয় কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। সরকার কর্তৃক অনুমোদিত সার আমদানিকারক, বিসিআইসি সার ডিলার, কৃষক প্রতিনিধি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা ও পাবনা সুজানগর উপজেলায় পেঁয়াজ কন্দ সংরক্ষণাগার পরিদর্শন করেন। প্রধান অতিথি সারের গুদাম, সারের গুণাগুণ ও ওজন ঠিক আছে কিনা সেটা পরীক্ষা করে দেখেন। তিনি বলেন, বর্তমানে দেশের চাহিদাকৃত সারের তুলনায় পর্যাপ্ত মজুদ রয়েছে। বর্তমানে সারের কোন সমস্যা নাই। কৃত্রিমভাবে যারা সার সংকটের চেষ্টা করবে তাদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে। এজন্য দেশের আন্ত:দপ্তরের মধ্যে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান তিনি। কৃষি সচিব আরো বলেন, পাবনা জেলায় মোট উৎপাদনের ৩০ ভাগ পেঁয়াজ উৎপাদন হয়। কৃষি উন্নয়নে কৃষি বিভাগ কৃষকদের সাথে রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে এ জেলার কৃষকদের সার্বিক সহায়তা প্রদান করা হবে।
জেলা প্রশাসক পাবনা এর সম্মেলন কক্ষে কৃষি সচিব পাবনা জেলার সার সরবরাহ ও মনিটরিং বিষয়ে মতবিনিময় সভা করেন। পরবর্তীতে কৃষি সচিব বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই), বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা), ডাল গবেষণা ও আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউট, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, ঈশ^রদী, পাবনার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, ঈশ্বরদী, পাবনার এ এস এম কামাল উদ্দিন মেমোরিয়াল হলে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের বগুড়া অঞ্চলের জেলা পর্যায়ের কর্মকর্তা ও খামারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে কৃষি সচিব বলেন, কৃষি মন্ত্রণালয় অন্ত:দপ্তর সমন্বয়ের মাধ্যমে একটি কর্মপরিকল্পনা প্রনয়নের কাজ করছে। যার অংশ হিসেবে খামারি এ্যাপকে কৃষকের ওয়ানস্টপ সলিউশন করার কথা উল্লেখ করেন তিনি। যেখানে কৃষক সার সুপারিশ প্রাপ্তির পাশাপাশি কখন কোন ফসল, কোথায় তার বীজ পাওয়া যাবে এবং কিভাবে বাজারজাত হবে সকল বিষয় সন্নিবেশিত থাকবে। দক্ষ জনশক্তির পূর্ণ সদ্বব্যবহারে সুন্দর কর্মপরিবেশ নিশ্চিতের প্রতি গুরুত্বারোপ করেন কৃষি সচিব।
সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, ঢাকা এর মহাপরিচালক কৃষিবিদ মোঃ ছাইফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ আবু জুবাইর হোসেন বাবলু; বিএসআরআই, পাবনা’র মহাপরিচালক ড. মোঃ কবির উদ্দিন আহমেদ; কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ উইংয়ের পরিচালক, কৃষিবিদ ড. মোঃ সাহিনুল ইসলাম; সরেজমিন উইংয়ের পরিচালক, কৃষিবিদ মোঃ ওবাইদুর রহমান মন্ডল; কৃষি তথ্য সার্ভিসের পরিচালক কৃষিবিদ মোঃ মসীহুর রহমান সহ ০২ দিনব্যাপী সফরে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের প্রধান, প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, জাতীয় পুরষ্কার প্রাপ্ত কৃষক-কৃষাণী, কৃষক প্রতিনিধি, কৃষি বিভাগের মাঠ পর্যায়ের উদ্ধর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সংবাদ সংগ্রহে: কৃষিবিদ মোঃ খালেদীন আনাম, কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, পাবনা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস