৭ জানুয়ারি ২০২৫ খি. তারিখে উন্নত জাতের নারিকেলের চারা উৎপাদন কৌশল বিষয়ক একদিন ব্যাপি প্রশিক্ষণ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন উপপরিচালক (এএসসি) এর কার্যালয়, এগ্রো সার্ভিস সেন্টার, বিএডিসি পাবনাতে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপত্বি করেন কৃষিবিদ ড. মো: ছাদেক হোসেন, উপরিচালক (এএসসি) এর কার্যালয়, এগ্রো সার্ভিস সেন্টার, বিএডিসি পাবনা ।
সভার শুরুতেই সভাপতি তাঁর বক্তব্যে সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। নারিকেলের চারা উৎপাদন কৌশল বিষয়ক প্রশিক্ষণে তিনি বলেন নারিকেল বাংলাদেশের অন্যতম অর্থকরী ফসল। বীজ থেকে চারা তৈরি করে নারিকেল এর বংশবিস্তার করা যায়। তবে টিস্যু কালচার করেও এর বংশবিস্তার করা যায়। ভালো জাতের বীজ থেকে চারা উৎপাদনের ক্ষেত্রে চারা বাছাই এর দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। উন্নতমানের বীজ সংগ্রহ করতে হবে। বীজ উন্নত মানের না হলে সেই চারার গাছ থেকে ফলন কম হবে ও ফল আকারে ছোট হবে। যে বীজ থেকে চারা হবে তার মাতৃ গাছের গুনাগুন আগেই জেনে নিতে হবে।
নারিকেল চারা উৎপাদন করা খুবই সহজ তাই ভাল জাতের বীজ সংগ্রহ করে প্রয়োজন মতো চারা তৈরি করে নিতে হবে। নারিকেল বীজ সংগ্রহ করে তাকে বেলে মাটিতে রেখে মালচিং দিয়ে ঢেকে দিয়ে মাঝে মাঝে পানি দিতে হবে তাহলে দেখা যাবে কিছু দিনের মধ্যেই চারা গজাবে। এ গজানো চারা গুলো ৮-৯ মাস পরে লাগানোর উপযোগী হবে। প্রশিক্ষণে উন্নত জাতের নারিকেল চারা উৎপাদন, উন্নত নারিকেল চাষাবাদ কলা-কৌশল, উন্নত জাতের নারিকেল চারা উৎপাদনে রোগবালাই ব্যবস্থাপনা এবং এএসসি খামারে চলমান ফসল উৎপাদন ও বিদ্যমান উদ্যান ফসল কার্যক্রম পরিদর্শন প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ করানো হয়।
সভায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ড. শামীম আহমেদ উপপরিচালক, (বীপ্রস) ডাল ও তৈলবীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র, বিএডিসি, পাবনা; ড. মো: আলতাফ হোসেন, এসএসও বিএসআরআই ঈশ্বরদী, পাবনা; মো: মিজানুর রহমান, সিনিয়র সহকারী পরিচালক. ডাল ও তৈলবীজ ক:গো; বিএডিসি পাবনা এবং ৩০ জন কৃষক প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
সংবাদ- আাহমেদ আলী, এআইসিও, কৃষি তথ্য সার্ভিস, পাবনা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস