বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট(বিনা) উপকেন্দ্র ঈশ্বরদীতে মুগ ডাল চাষাবাদে অনুজীব সারের ব্যবহার শীর্ষক দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিনা উপকেন্দ্র ঈশ্বরদীর প্রশিক্ষণ হলে ১০-১১ ফেব্রুয়ারি ২০২৫ এ প্রশিক্ষণের আয়েজন করা হয়। প্রশিক্ষণে মূখ্য আলোচক হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিনা’র মহাপরিচালক ড. মো: আবুল কালাম আজাদ। দুই দিনব্যাপী প্রশিক্ষণে বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো: মাহবুবুল আলম তরফদার; বিনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহবুবুর রহমান খান; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা’র উপপরিচালক কৃষিবিদ ড. মোঃ জামাল উদ্দিন; ভার্মি কম্পোস্ট গবেষণার প্রধান গবেষক ড. মোঃ আজিজুল হক; বিনা উপকেন্দ্র ঈশ্বরদীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফেরদৌস ইকবাল সেশন পরিচালনা করেন।
প্রশিক্ষণে আলোচকবৃন্দ বলেন, সুষম ও পরিমিত মাত্রায় রাসায়নিক সার এবং জৈব সার ব্যবহার না করায় জৈব পদার্থসহ উদ্ভিদ খাদ্যোপাদানের ঘাটতি প্রতিনিয়ত বেড়েই চলেছে। মাটির স্বাস্থ্য এবং পরিবেশ রক্ষায় অনুজীব সার এবং ভার্মি কম্পোস্ট সারের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুগ ডাল চাষাবাদে অনুজীব সারের ব্যবহার প্রতি হেক্টরে প্রায় ২২২ কেজি ইউরিয়া সারের সাশ্রয় হয় এবং সেই সাথে মুগ ফসলের ফলনও ১৮-৩৫% বৃদ্ধি পায়। অন্যদিকে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার ব্যবহারে মাটির টেকসই স্বাস্থ্য রক্ষা, রাসায়নিক সারের সাশ্রয় ও মাটির উর্বরতা সুরক্ষিত হয়।
দুই দিনব্যাপী প্রশিক্ষণে পাবনা ও নাটোর জেলার ৫০ জন করে মোট ১০০ জন কৃষক অংশগ্রহণ করেন।
কৃষকগণ অনুজীব সার এবং ভার্মি কম্পোস্ট সার সম্পর্কে জানতে পেরে এ ব্যাপারে খুবই আগহ প্রকাশ করেন এবং সকলে নিজের বাড়িতে ভার্মিকম্পোষ্ট তৈরি করবেন বলে মতামত প্রকাশ করেন।
সংবাদ সংগ্রহে: মোঃ গোলাম আরিফ, কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, পাবনা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস