Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
চাটমোহরে ট্রাইকো-কম্পোষ্ট সার উৎপাদন প্রযুক্তির ওপর মাঠ দিবস অনুষ্ঠিত
বিস্তারিত

কৃষি সম্প্রসারণ অধিদপ্ত চাটমোহর উপজেলার উদ্যোগে ২০১৮-১৯ অর্থ বছরের এনএটিপি প্রকল্পের অর্থায়নে ট্রাইকো কম্পোষ্ট জৈবসার উৎপাদন প্রযুক্তির উপর মাঠ দিবস ৩ ফেব্রয়ারি অনুষ্ঠিত হয় উপজেলার পার্শ্বডাংগা ইউনিয়নের মল্লিকবাইন গ্রামে কৃষানী নাছিমা খাতুনের বাড়িতে।  মাঠ দিবস অনুষ্ঠানে পার্শ্বডাংগা ইউনিয়নের চেয়ারম্যান মো. আজাহার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি স্প্রসারণ অধিদপ্তর,পাবনার উপপরিচালক কৃষিবিদ আজাহার আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কৃষি তথ্য সার্ভিসের পাবনা অঞ্চলের আঞ্চলিক কৃষি তথ্য যোগাযোগ বিশেষজ্ঞ কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা। শুরুতে স্বাগত বক্তব্যে  মাঠ দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন চাটমোহ উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আল ইমরান তার বক্তব্যে  বলেন, ট্রাইকো কম্পোস্ট মাটির স্বাস্থ্য উন্নয়নে কৃষিতে একটা নতুন সংযোজন। তিনি এলাকার কৃষির উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ,কৃষকদের যে কোন পরামর্শের জন্য উপসহকারি কৃষি কর্মকর্তা ও তার সাথে যোগাযোগ করার জন্য আগত কৃষক-কৃষাণি কে অনুরোধ জানান। প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজাহার আলী বলেন, ট্রাইকো-কম্পোষ্ট একেবারে নতুন প্রযুক্তি সার এই সার তৈরির মূল উপদান ট্রাইকোডার্মা নামক এক ধরনের উপকারী ছত্রাকসহ কঢ়ুরীপানা, গোবর,হাসমুরগীর বিষ্ঠা,চিটা গুড়, নিমপাতা ইত্যাদি গৃহস্থালী আবর্জনা। ট্রাইকো-কম্পোষ্ট পরিবেশবান্ধব উৎপাদনে সহজলব্য ও খরচ কম ভার্মি ও ট্রাইকো-কম্পোষ্ট তৈরির প্রযুক্তি প্রায় একই । তবে ট্রাইকো-কম্পোষ্টে উপকারী ছত্রাক থাকায় তা ব্যবহারের ফলে মাটিরর গুনগত মান উন্নত করে এবং মাটির ক্ষতিকর ছত্রাক  ধ্বংস করে ফসলকে অনেক  রোগবালাই থেকে রক্ষা করে । তিনি আরো জনান বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষকের নিকট কৃষি প্রযুক্তি ও কৃষি উপকরণ পৌঁছে দিয়ে উৎপাদনে বিপ্লব ঘটিয়েছেন। কৃষক কৃষাণিদের প্রশিক্ষণের ব্যবস্থা প্রদান করছেন ও কৃষকদের মধ্যে সার বীজ এবং প্রনোদনা সহায়তা সময় মত সরবরাহ করছেন বিধায় আজ কৃষিতে দ্রুত  উন্নয়ন সাধিত হচ্ছে। এছাড়া তিনি বর্তমান কৃষির সাফ্যলের দিক তুলে ধরে  বলেন, এ জন্য তিনি সরকারের সময়োপযোগী সিদ্ধান্ত,সহযোগিতা এবং পদক্ষেপের বিষয় শ্রদ্ধার সাথে উল্লেখ করেন এবং সেই সাথে উদ্যোমি কৃষকের অবদানের কথাও উল্লেখ করেন। মাঠদিবসে কৃষানী নাছিমা খাতুনের বলেন, যেকোন উন্নয়নের জন্য প্রযুক্তি জানার প্রয়োজন এধরনের মাঠ দিবসের মাধ্যে আমরা জানতে পারি আগামীতে এধরনে নতুন প্রযুক্তির তথ্য জানানোর জন্য তিনি প্রধান অতিথির নিকট অনুরোধ জানান। অন্যদের মধ্যে উপজেলা উপসহকারি কৃষি কর্মকর্তা স্থানীয় কৃষক ও কৃষাণি।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
04/02/2019
আর্কাইভ তারিখ
02/07/2019