Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ঈশ্বরদীতে বোরো আবাদকে পোকামাকড় মুক্তকরতে পার্চিং উৎসব
বিস্তারিত

পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বোরো ধানক্ষেত  ক্ষতিকর মাজরা পোকা ও পাতা মোড়ানো পোকাসহ অনান্য পোকা থেকে রক্ষার জন্য  ধানের জমিতে গাছের ডালপালা পুতে পাখি বসার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে পার্চিং। পার্চিং পদ্ধতি প্রচার সম্প্রসারণের জন্য কিছু কৃষক-কৃষাণি নিয়ে পাচিং উৎসব অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ বিভাগ বোরো আবাদকে পোকামাকড়ের আক্রমণ হতে নির্বিঘœ করতে ব্যাপকভাবে কৃষকের মধ্যে এই পদ্ধতিটি ছড়িয়ে দিচ্ছে। এ উপলক্ষে আজ১৩ ফেব্রুয়ারি ঈশ্বরদী উপজেলার মাজদিয়া পুরাতন রেললাইনে, পার্চিং উৎসব শেষে মাজদিয়া পুরাতন রেললাইনে মোছা. ফাতেমা খাতুনের বাড়ির ওঠানে মহিলা সিআইজি সমবায় সমিতিতে পার্চিং, ফসলের রোগবালাই, সমবায়ের কার্যক্রম বেগবান করতে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত কৃষক-কৃষাণির উদ্দেশ্যে ঈশ্বরদী উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম বলেন, পার্চিং ইংরেজী শব্দ এর অর্থ উঁচু স্থান আর উঁচু স্থানে পাখি বসার ব্যবস্থা করা হচ্ছে পার্চিং । এজন্য ফসলের জমি থেকে অপেক্ষাকৃত উঁচু স্থানে পাখি বসার জন্য শুকনো গাছের ডাল/বাঁশের কঞ্চি পুঁতে দিতে হয়। পাখি হচ্ছে আমাদের প্রকৃতির অপরুপ সুন্দর প্রাণি। পাখিরা ফসলের কীট-পতঙ্গ খেয়ে অনেক উপকার করে, ফসলের মাঠে পোকামাকড় বিচরন করে পাখিরা অপকারি পোকা খেয়ে থাকে বিধায় ক্ষতিকারক পোকা নিয়ন্ত্রণে পাখির ভূমিকা অপরিসীম। পার্চিং করলে ফসলের পোকা সম্পূর্ণ নিয়ন্ত্রণ হবে না ঠিকই তবে পার্চিং হচ্ছে সমন্বিত বালাই ব্যবস্থাপনার একটি উত্তম পরিবেশ বান্ধব কৌশল। পার্চিং করে দিলে পাখি সহজেই ফসলের ক্ষতিকারক পোকা খেয়ে ধ্বংস করবে অপরদিকে পার্চিং এর ফলে জমিতে পাখির বিষ্টা যোগ হয়ে জমির উরর্বরতা বৃদ্ধি পায় । তাই কৃষক ভাইদের প্রতি তিনি ধানের জমিতে পার্চিং ব্যবহার করার জন্য আহবান জানান। কৃষকের স্বল্প খরচ এবং এই পদ্ধতিটি অর্থ সাশ্রয়ী, পরিবেশ বান্ধব হওয়ায় কৃষকেরা সহজেই রোগবালাই থেকে রক্ষার জন্য পদ্ধতিটি বেছেনিবেন বলে আশা রাখেন তিনি। পরিশেষে কৃষির যে কোন পরামর্শর জন্য উপসহকারি কৃষি কর্মকর্তা এবং উপজেলা কৃষি অফিসে যোগাযোগের জন্য অনুরোধ জানান। অন্যদের মধ্যে  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপসহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মো.একলাছুর রহমান , কৃষি তথ্য সার্ভিসের এআইসিও মো.এমদাদুল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা মো.সিরাজুল ইসলাম

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
13/02/2019
আর্কাইভ তারিখ
06/05/2019