Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
পেঁপে বাদশা কৃষির এক মডেল - ডিএই মহাপরিচালক
বিস্তারিত

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মীর নূরুল আলম। গত ১৭ আগস্ট পাবনায় এক সফরে এসে বঙ্গবন্ধু জাতীয় পুরস্কার প্রাপ্ত চাষী ঈশ্বরদী উপজেলার আলহাজ্ব শাহজাহান আলী পেঁপে বাদশার মা-মনি কৃষি খামার পরিদর্শন করেন। কঠোর পরিশ্রম আর সাধনার বিনিময়ে পেঁপেবাদশা সৃষ্টি করেছেন এই কৃষি খামার। তার সফলতায় কৃষিতে বিপ্লব ঘটেছে ঈশ্বরদীর সলিমপুর গ্রামে। কৃষির এই অসাধারণ সফলতায় জাতীয়ভাবে তিনি সনাক্ত হয়েছেন বাদশা হতে পেঁপে বাদশায়। তিনবার জাতীয় পুরস্কার সহ কৃষিতে অনেক বার বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। চেষ্ঠা, সাধনা, অধ্যবসায় মাধ্যমে কৃষিতে সফল এক ব্যক্তি বাদশা। তার সুপরিকল্পিত যতেœর সাথে গড়ে তোলা মা-মনি কৃষি খামারে আছে ড্রাগন ফলের বাগান, পেয়ারা বাগান, শরিফা বাগান,  লিচুর বাগান, আম বাগান, পেঁপে বাগান, কদবেল বাগান ও বেল বাগান, জামরু বাগান,  কূল বাগান, ভিয়েত নামী খাটো জাতের নারিকেলের ,জাম্বুরাসহ অন্যান্য জাতের ফলগাছ ঘুরে ঘুরে দেখেন মহাপরিচালক আর প্রত্যেকটা বাগান দেখেই তিনি বিস্ময় প্রকাশ করেন। এছাড়া বাগানে আরো আছে সবজীর মধ্যে রয়েছে লেটুশ পাতা, রেড ক্যাবেজ, চাইনিজ ক্যাবেজা, চাইনিজ ওল। বাগানের রোগ বালাই, পোকা-মাকড় দমন, সার প্রয়োগ, পানি সেচ সহ পরিচর্যার জন্য বাগানে প্রতিদিন ১৫-২০ জন শ্রমিক কাজ করে। পেঁপে বাদশা, যারা বাগান করতে আগ্রহী তাদেরকে বাগান করার জন্য প্রয়োজনীয় পরামর্শ, কলাকৌশলসহ যাবতীয় পরিকল্পনা এবং সুলভ মূল্যে চারা সরবরাহ করে থাকে যাতে তারা আর্থিক ভাবে লাভবান হতে পারে। পরিশেষে জাতীয় পদকসহ অন্যান্য পদকপ্রাপ্ত শাজাহান আলী বাদশার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আরশেদ আলী,অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ ড.এস.এম,হাসানুজ্জামান,পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো.আজাহার আলী,পাবনা টেবুনিয়া হটিকালচাররের উপপরিচালক কৃষিবিদ কেজেএম আব্দুল আওয়াল, ঈশ্বরদী উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল লতিফ, পাবনা সদর উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুম বিল্লাহ এবং কৃষি সম্প্রসারণ ঈশ^রদী উপজেলার  কৃষি সম্প্রসাণ অফিসার কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম। মহাপরিচালক কৃষিবিদ মীর নূরুল আলম আলোচনায় বলেন, পেঁপে বাদশা কৃষির এক মডেল তার মত কিছু মানুষ সৃষ্টি করতে পারলেই দেশের উন্নয়ন করা সহজ হবে। তার খামার এখন বানিজ্যিক কৃষি হিসেবে স্থান করে নিয়েছে। গৌরবজনক শিল্পের মর্যাদায় প্রতিষ্ঠা পেয়েছে।  সঠিক পদ্ধতিতে যতেœর সাথে প্রযুক্তির মাধ্যমে বাদশার মতকরে কৃষি খামার করে নিজ তথা দেশকে কৃষিতে এগিয়ে নেওয়ার আহবান জানান। পরিশেষে তিনি ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়নে অবস্থিত আমিরুল ইসলাম এর বৃহৎ প্রাণি সম্পদ খামার পরিদর্শন করেন। সর্বশেষ বরইচারা বøক, সলিমপুর ইউনিয়নের বরইচারা ঈদগাহপাড়া মহিলা সিআইজি (ফসল) সমবায় সমিতি লিঃ এর কার্যক্রম পরিদর্শন করেন। উক্ত সিআইজি দলটি এনএটিপি-২ প্রকল্পের দল। সমবায় অধিদপ্তর কর্তৃক রেজিস্ট্রার্ডকৃত সিআইজি দল।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মীর নূরুল আলম। গত ১৭ আগস্ট পাবনায় এক সফরে এসে বঙ্গবন্ধু জাতীয় পুরস্কার প্রাপ্ত চাষী ঈশ্বরদী উপজেলার আলহাজ্ব শাহজাহান আলী পেঁপে বাদশার মা-মনি কৃষি খামার পরিদর্শন করেন। কঠোর পরিশ্রম আর সাধনার বিনিময়ে পেঁপেবাদশা সৃষ্টি করেছেন এই কৃষি খামার। তার সফলতায় কৃষিতে বিপ্লব ঘটেছে ঈশ্বরদীর সলিমপুর গ্রামে। কৃষির এই অসাধারণ সফলতায় জাতীয়ভাবে তিনি সনাক্ত হয়েছেন বাদশা হতে পেঁপে বাদশায়। তিনবার জাতীয় পুরস্কার সহ কৃষিতে অনেক বার বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। চেষ্ঠা, সাধনা, অধ্যবসায় মাধ্যমে কৃষিতে সফল এক ব্যক্তি বাদশা। তার সুপরিকল্পিত যতেœর সাথে গড়ে তোলা মা-মনি কৃষি খামারে আছে ড্রাগন ফলের বাগান, পেয়ারা বাগান, শরিফা বাগান,  লিচুর বাগান, আম বাগান, পেঁপে বাগান, কদবেল বাগান ও বেল বাগান, জামরু বাগান,  কূল বাগান, ভিয়েত নামী খাটো জাতের নারিকেলের ,জাম্বুরাসহ অন্যান্য জাতের ফলগাছ ঘুরে ঘুরে দেখেন মহাপরিচালক আর প্রত্যেকটা বাগান দেখেই তিনি বিস্ময় প্রকাশ করেন। এছাড়া বাগানে আরো আছে সবজীর মধ্যে রয়েছে লেটুশ পাতা, রেড ক্যাবেজ, চাইনিজ ক্যাবেজা, চাইনিজ ওল। বাগানের রোগ বালাই, পোকা-মাকড় দমন, সার প্রয়োগ, পানি সেচ সহ পরিচর্যার জন্য বাগানে প্রতিদিন ১৫-২০ জন শ্রমিক কাজ করে। পেঁপে বাদশা, যারা বাগান করতে আগ্রহী তাদেরকে বাগান করার জন্য প্রয়োজনীয় পরামর্শ, কলাকৌশলসহ যাবতীয় পরিকল্পনা এবং সুলভ মূল্যে চারা সরবরাহ করে থাকে যাতে তারা আর্থিক ভাবে লাভবান হতে পারে। পরিশেষে জাতীয় পদকসহ অন্যান্য পদকপ্রাপ্ত শাজাহান আলী বাদশার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আরশেদ আলী,অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ ড.এস.এম,হাসানুজ্জামান,পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো.আজাহার আলী,পাবনা টেবুনিয়া হটিকালচাররের উপপরিচালক কৃষিবিদ কেজেএম আব্দুল আওয়াল, ঈশ্বরদী উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল লতিফ, পাবনা সদর উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুম বিল্লাহ এবং কৃষি সম্প্রসারণ ঈশ^রদী উপজেলার  কৃষি সম্প্রসাণ অফিসার কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম। মহাপরিচালক কৃষিবিদ মীর নূরুল আলম আলোচনায় বলেন, পেঁপে বাদশা কৃষির এক মডেল তার মত কিছু মানুষ সৃষ্টি করতে পারলেই দেশের উন্নয়ন করা সহজ হবে। তার খামার এখন বানিজ্যিক কৃষি হিসেবে স্থান করে নিয়েছে। গৌরবজনক শিল্পের মর্যাদায় প্রতিষ্ঠা পেয়েছে।  সঠিক পদ্ধতিতে যতেœর সাথে প্রযুক্তির মাধ্যমে বাদশার মতকরে কৃষি খামার করে নিজ তথা দেশকে কৃষিতে এগিয়ে নেওয়ার আহবান জানান। পরিশেষে তিনি ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়নে অবস্থিত আমিরুল ইসলাম এর বৃহৎ প্রাণি সম্পদ খামার পরিদর্শন করেন। সর্বশেষ বরইচারা বøক, সলিমপুর ইউনিয়নের বরইচারা ঈদগাহপাড়া মহিলা সিআইজি (ফসল) সমবায় সমিতি লিঃ এর কার্যক্রম পরিদর্শন করেন। উক্ত সিআইজি দলটি এনএটিপি-২ প্রকল্পের দল। সমবায় অধিদপ্তর কর্তৃক রেজিস্ট্রার্ডকৃত সিআইজি দল।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
18/08/2019
আর্কাইভ তারিখ
30/09/2021