Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
শেষ হলো কৃষি ক্যাডার কর্মকর্তাদের মৌসুমব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ
বিস্তারিত

পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় ৬০ দিনব্যাপী “মৌসুমব্যাপি প্রশিক্ষক প্রশিক্ষণ” পাবনা, টেবুনিয়া হর্টিকালচার সেন্টারে গত ২৪ নভেম্বর ২০২৩ কোর্সের সমাপনী অনুষ্ঠানের মাধ্যেমে শেষ হয়। প্রশিক্ষণার্থী হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন জেলা উপজেলা হতে মোট ৪০ জন কৃষি সম্প্রসারণ অফিসার/সমমান (কৃষি ক্যাডার) কর্মকর্তাদের মাঠ দিবস ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ঢাকা খামারবাড়ি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ উইং এর পরিচালক কৃষিবিদ মো: জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের  অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সরকার শফি উদ্দীন আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ ডক্টর মো: জামাল উদ্দীন, টেবুনিয়া হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ এ.এফ.এম. গোলাম ফারুক হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন, সিনিয়র মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার, আইপিএম স্পেশালিস্ট কোর্স সমন্বয়কারী, আটঘরিয়া উপজেলার উপজেলা কৃষি অফিসার, পাবনা কৃষি তথ্য সার্ভিসের সহকারী তথ্য অফিসারসহ আমন্ত্রিত অন্যান্য অতিথি ও কৃষক-কৃষাণী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মো: সালাহ্ উদ্দীন সরদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, কোর্স কো-অর্ডিনেটর ও আইপিএম স্পেশালিস্ট কৃষিবিদ মো: ফায়জুল ইসলাম ভূঞা। অনুষ্ঠানে বক্তারা বলেন,  সরকারের লক্ষ্য অনুযায়ী খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিতে অপরিহার্য এই প্রশিক্ষণ। অতন্দ্র জরিপ, Agro Eco System Analysis, উপকারী ও অপকারী পোকা সনাক্ত করণ, পোকার চিড়িয়াখানা স্থাপন বালাইনাশক অযাচিত ব্যবহার রোধ, মাটির স্বাস্থ্য সংরক্ষণসহ ফসলের বিভিন্ন স্তরের বিস্তারিত হাতে কলমে শিক্ষা পরিবেশের ও মানব স্বাস্থ্যের কল্যাণ বয়ে আনবে বলেই আশাবাদ ব্যর্থ করেন। অনুষ্ঠানের পূর্বে প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণের লব্ধ জ্ঞান ও প্রযুক্তি স্বচিত্র প্রদর্শিত স্টলে তুলে ধরেন। এছাড়া প্রশিক্ষণার্থীরা বালাইনাশক ব্যবহারের ওপর নির্মত ১টি নাটিকা উপস্থাপন করেন। প্রশিক্ষণার্থীদেরকে মূল্যায়নের ভিত্তিতে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
26/11/2023
আর্কাইভ তারিখ
31/01/2024