জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২২ উদ্যাপন
চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ইঁদুর নিধন অভিযান- ২০২২ উপলক্ষে বছরে ইঁদুর খাচ্ছে শস্য লক্ষ লক্ষ টন, খাদ্য ঘাটতি রুখতে দরকার ইঁদুর নিয়ন্ত্রন এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১৬ অক্টোবর রবিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুম কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, কৃষিবিদ মোহাম্মদ আলী জিন্নাহ এর সভাপতিত্বে অলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ জনাব বিভাস চন্দ্র সাহা, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা ।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, ইঁদুর প্রাণী হলেও, এদের ঘ্রাণ, আস্বাদন ও শ্রবণ শক্তি খুব তীক্ষè। এরা যা খায় তার ১০ গুন নষ্ট করে। এরা বছরে প্রায় ৭ লক্ষ্য মেট্রিক টন খাদ্যশস্য নষ্ট করে থাকে। এরা শুধু খাদ্যশস্যই নষ্টই করেনা এরা গুদামজাত শস্য ঘরের মূল্যবান কাগজপত্র ও আসবাবপত্র, কারে›টের তার, বেড়িবাঁধসহ প্রয়োজনীয় টুকিটাকি জিনিসপত্র নষ্ট করে থাকে। এদের প্রজনন ক্ষমতা খুবই প্রখর। ১ জোড়া প্রাপ্তবয়স্ক ইঁদুর বছরে প্রায় ৩ হাজার ইঁদুরের জন্ম দিতে পারে। কাজেই দেশের স্বার্থে ইঁদুরকে জাতীয় সমস্যায় রুপান্তিরিত করে সর্বাত্মক সম্মিলিতভাবে ধ্বংসের জন্য উপস্থিত সুধীজনদের অনুরোধ জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ জনাব তালহা জুবায়ের মাসরুর, উপজেলা কৃষি অফিসার, চুয়াডাঙ্গা সদর; কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার, চুয়াডাঙ্গা, দামুড়হুদা; কৃষিবিদ শারমিন, উপজেলা কৃষি অফিসার, চুয়াডাঙ্গা, জীবননগর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা/উপজেলা পর্যায়ের কর্মকর্তা, কৃষক/কৃষানীসহ শতাধিক ব্যাক্তিবর্গ অংশগ্রহন করেন।
আলোচনার পূর্বে উপপরিচালকের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা উপপরিচালকের কার্যালয়ে এসে শেষ হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারি কৃষি কর্মকর্তা মো. শাহিন রাব্বি।
সংবাদ সংগ্রহে: মো. আসাদুল্লাহ, এআইসিও, কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক অফিস পাবনা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস